জাতীয় পরিচয় পত্র
সংশোধন করতে কত দিন লাগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
জাতীয় পরিচয় পত্র
সংশোধন করতে সাধারণত ৭ থেকে ৪৫ দিন সময় প্রয়োজন
হয়। সংশোধনের ধরনের ক্যাটাগরি অনুযায়ী সময়ের পরিবর্তন হয়। অনলাইনে জাতীয় পরিচয় পত্র
সংশোধনের আবেদন করার পর প্রথমে আবেদনটি ঢাকা নির্বাচন কমিশনের হেড অফিসে দায়িত্বরত
কর্মকর্তার কাছে চলে যায়। উক্ত কর্মকর্তা আবেদনটি ক্যাটাগরি করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন
অফিসারের নিকট প্রেরণ করে।
পরবর্তীতে উক্ত অফিসার
আপনার আবেদনটি যথাযথভাবে যাচাই-বাচাই করে সঠিক হলে অনুমোদন দেন তথ্যের গড়মিল থাকলে
সেক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
|
ক্যাটাগরির ধরন |
সংশোধনের ধরন |
সময়কাল |
|
ক |
নামের আংশিক পরিবর্তন |
৭ দিন |
|
নামের বানান সংশোধন |
||
|
বাংলা ও ইংরেজি
নাম মিল করন |
||
|
লিঙ্গ পরিবর্তন |
||
|
বৈবাহিক অবস্থান
সংশোধন |
||
|
৩ বছর পর্যন্ত
জন্ম তারিখ সংশোধন |
||
|
রক্তের গ্রুপ সংশোধন |
||
|
মোবাইল নম্বর পরিবর্তন |
||
|
ঠিকানা সংশোধন |
||
|
খ |
৫ বছর পর্যন্ত
জন্ম তারিখ সংশোধন |
১৫ দিন |
|
স্বাক্ষর, ছবি,
আঙ্গুলের ছাপ বা আইরিশ আপডেট |
||
|
ধর্ম পরিবর্তন |
||
|
শিক্ষাগত যোগ্যতা
পরিবর্তন |
||
|
স্বামী/স্ত্রীর
নাম সংযোজন/বিয়োজন |
||
|
প্রতিবন্ধকতা/অসমর্থতা |
||
|
গ |
শিক্ষাগত যোগ্যতার
সনদপত্র অনুযায়ী সম্পূর্ণ নাম পরিবর্তন |
৩০ দিন |
|
৫ বছরের বেশি জন্ম
তারিখ সংশোধন (নির্বাচনে প্রার্থীর সীমা, চাকরীর বয়স সীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা,
বয়স্কভাতা অর্জনের বয়স সীমা ব্যতীত) |
||
|
ঘ |
শিক্ষাগত যোগ্যতার
সনদপত্র ব্যতীত, অন্যান্য প্রমাণের ভিত্তিতে সম্পূর্ণ নাম পরিবর্তন |
৪৫ দিন |
|
জন্ম তারিখ সংশোধন
(সকল ক্ষেত্রে) |

0 Comments:
Post a Comment